ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভবনের ছাদ ধসে ২ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মে ২২, ২০২৩
ভবনের ছাদ ধসে ২ শ্রমিকের মৃত্যু

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমায় নির্মানাধীন একটি ভবনের ছাদ ধসে রুহেল আহমদ (২৫) ও নুরুল ইসলাম (২১) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক।

সোমবার (২২ মে) দুপুরে উপজেলার কামালবাজার ইউনিয়নের বেটুয়ারমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহেল ওই ইউনিয়নের হাজরাই গ্রামের আকমল আলীর ছেলে। আর নুরুল হাজরাই মাঝপাড়া গ্রামের মোখলেস মিয়ার ছেলে। আহত শ্রমিকের পরিচয় জানা যায়নি।

এসএমপির সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বেটুয়ারমুখ এলাকার আবুল মিয়ার নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন তারা। হঠাৎ করে ছাদ ধসে গিয়ে ঘটনাস্থলেই চাপা পড়ে মারা যান রুহেল ও নুরুল। নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রাখা হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে নিহতদের পরিবার অভিযোগ দায়ের করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মে ২২, ২০২৩
এনইউ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।