ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, দুই আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মে ২৩, ২০২৩
পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, দুই আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা মামলার মূল রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িত দুই আসামিকে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়ি উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৩ মে) জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, গত ২২ মে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে আরজু (৩৫) ও চালক রাকিব হোসেনকে (২৯) গ্রেপ্তার করা হয়। এর আগে এ মামলার আরেক আসামি গোলাকান্দাইলের নেওয়াজ আহমেদের ছেলে শরিফুল ইসলাম রাসেলকে (৩২) গ্রেপ্তার করা হয়।  

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর রাজিবের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, মৌসুমীর সঙ্গে রাসেলের ১০ বছর আগে বিয়ে হয়। বিবাহের পর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। এরপরও রাসেলের সঙ্গে অন্য মেয়েদের অবৈধ সম্পর্ক ছিল। মৌসুমী এর প্রতিবাদ করায় রাসেল গত ১৯ এপ্রিল রাতে কৌশলে গাউছিয়া মার্কেটে নিয়ে কেনাকাটা শেষে তার পূর্ব পরিচিত বন্ধু চালক রাজিব ও আরজুর সহযোগিতায় মৌসুমীকে একটি মাইক্রোবাসে তুলে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে এ ঘটনাটিকে ডাকাতির নাটক সাজানোর জন্য আসামি শরিফুলের পিঠে ধারালো অস্ত্রের আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে মৌসুমীর ভাই মো. শাহ জালাল বাদী হয়ে সোনারগাও থানায় হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।