ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় বাস উল্টে ১২ যাত্রী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, মে ২৩, ২০২৩
তেঁতুলিয়ায় বাস উল্টে ১২ যাত্রী আহত নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া বাসটি

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে চালকসহ অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) দুপুরের দিকে উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া গুচ্ছ গ্রাম সংলঘ্ন তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

 

স্থানীয়রা জানান, দুপুরের পর তেঁতুলিয়ায় হঠাৎ দমকা ঝড়ো হাওয়া ও বৃষ্টি নামতে শুরু করে। এর মধ্যে পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি চা বাগানে পড়ে উল্টে যায়। এ সময় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের পাশাপাশি আহতের উদ্ধারে সহায়তা করেন। তবে অনেকেই আশপাশের বাজারগুলোতে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও কিছুটা গুরুতর আহত অতন্ত ১২ জনকে চিকিৎসার জন্য তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ আলম দুর্ঘটনায় আহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।