ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে জাল টাকার কারখানার সন্ধান, অভিযানে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, মে ২৪, ২০২৩
সাভারে জাল টাকার কারখানার সন্ধান, অভিযানে পুলিশ

সাভার (ঢাকা): সাভারের বনগাঁও ইউনিয়নে একটি পোশাক কারখানার ভেতরে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় সেখানে অভিযান চালাচ্ছে পুলিশ।

বুধবার (২৪ মে) সকাল থেকে বনগাঁও সাদাপুরের পুরাতন বাড়ির বছির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সাউথ বেঙ্গল অ্যাপারেলসের ভেতরে অভিযান চালাতে দেখা গেছে।

স্থানীয়রা জানায়, এটি পোশাক কারখানা হিসেবেই সবাই জানতেন। কিন্তু ভেতরে কী কাজ করা হতো, তা জানা ছিল না। আজ পুলিশের অভিযান চলছে।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, নকল টাকা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছি। সেখান থেকে এরইমধ্যে ৫০ লাখ জাল টাকা জব্দ করে একজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে দুপুরে ঢাকা জেলার পুলিশ সুপার ব্রিফিং করবেন।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ২৪ মে, ২০২৩
এসএফ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।