ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নার্সিং ভর্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির নিষেধাজ্ঞা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মে ২৪, ২০২৩
নার্সিং ভর্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির নিষেধাজ্ঞা আরএমপি

রাজশাহী: রাজশাহীতে নার্সিং ভর্তি পরীক্ষা উপলক্ষে ১০টি পরীক্ষাকেন্দ্র এলাকায় নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।  

আগামী শুক্রবার (২৬ মে) চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।



বুধবার (২৪ মে) দুপুরে আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. রফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।  

তিনি বলেন, পরীক্ষাগুলো চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান এ নিষেধাজ্ঞা জারি করেছেন।

পরীক্ষা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে (১৯৯২-এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারা) অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রগুলোর চারপাশের ২শ গজের মধ্যে সব ধরনের মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং চারজনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের নামে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষাকেন্দ্রগুলো: রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী কলেজ, নিউ গভ: ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী বালাজান নেসা বালিকা হাই স্কুল, রাজশাহী কোর্ট কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস হাইস্কুল।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মে ২৪, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।