ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মে ২৪, ২০২৩
পলাশবাড়ীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা শহরের চৌমাথা মোড়ে প্রেস ক্লাব রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন।  

বুধবার (২৪ মে) দুপুরের দিকে এ অভিযান পরিচালিত হয়।

নেতৃত্ব দেন গাইবান্ধার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া।

জানা গেছে, পলাশবাড়ী পৌরসভার উন্নয়নকল্পে পৌর মেয়রের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।  

এ ব্যাপারে পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বাংলানিউজকে বলেন, ১৭টি অবৈধ স্থাপনার মধ্যে ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবশিষ্ট চারটি স্থাপনা উচ্ছেদের প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত অবশিষ্ট স্থাপনা চারটিও উচ্ছেদ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মে ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।