ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, মে ২৫, ২০২৩
কিশোরগঞ্জে গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে গাড়ির ধাক্কায় আব্দুল কাদির (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৫ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত আব্দুল কাদির পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২২ মে) বিকেল পৌনে ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় গিয়েছিলেন আব্দুল কাদির। সেখান থেকে রাস্তা দিয়ে ফিরে আসার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় প্রথমে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর ওইদিনই সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৫ মে) সকালে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ২৫ মে, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।