ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সবজি ক্ষেতে গাঁজা চাষ, গাছসহ গ্রেপ্তার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, মে ২৭, ২০২৩
সবজি ক্ষেতে গাঁজা চাষ, গাছসহ গ্রেপ্তার ১ ছবি সংগৃহীত

নড়াইল: জেলার নড়াগাতী থানার মুলশ্রী গ্রামে সবজি বাগানে অভিযান চালিয়ে পাঁচটি গাঁজা গাছসহ বাগান মালিক আবুল হাসনাথ ওরফে ওয়াসিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় নড়াগাতি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

শনিবার (২৭ মে) সকালে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা গ্রেপ্তারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন। আটক আবুল হাসনাথ মুলশ্রী গ্রামের মৃত হাসমত আলী শিকদারের ছেলে।

পুলিশ জানায়, আবুল হাসনাথ বাড়ির অদূরে সবজি বাগানে বেশকিছু দিন আগে সবজির পাশাপাশি গাঁজা গাছ লাগিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সবজি ক্ষেত থেকে গাঁজা গাছসহ তাকে গ্রেপ্তার করে।

পাঁচটি গাঁজা গাছের মধ্যে একটির উচ্চতা ছয় ফুট ও বাকি চারটির উচ্চতা চার ফুট। গাছগুলোর মোট ওজন চার কেজি।

ওসি সুকান্ত সাহা বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, মে ২৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।