ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বজ্রপাতে প্রাণ গেল ড্রেজার শ্রমিকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মে ২৭, ২০২৩
বাগেরহাটে বজ্রপাতে প্রাণ গেল ড্রেজার শ্রমিকের প্রতীকী ছবি

বাগেরহাট: জেলার মোংলায় বজ্রপাতে এনামুল শেখ (৩৫) নামের এক ড্রেজার শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বালুর মাঠ এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

এ সময় মিলন শেখ নামের আরও এক শ্রমিক আহত হয়।

নিহত এনামুল শেখ রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের মো. ফজিলত সেখের ছেলে। আহত মিলন শেখ মোংলা উপজেলার গোয়ালেরমাঠ গ্রামের মো. রেজাউল শেখের ছেলে। মিলন স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামসুদ্দীন বলেন, বজ্রপাতে একজন নিহত হয়েছেন। একজন চিকিৎসাধীন। দুই পরিবারের সঙ্গে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মে ২৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।