ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মে ২৭, ২০২৩
বগুড়ায় অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ফারহানা আকতার (০৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।  

শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার বগুড়া-সারিয়াকান্দি সড়কে আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফারহানা সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের নিজবটিয়া গ্রামের কাশেম ফকিরের মেয়ে। সে নিজবাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ছিল।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলছাত্রী ফারহানা সারিয়াকান্দি বাজার থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে তার খালার বাড়ি আমতলিতে বেড়াতে যাচ্ছিল। ভ্যান থেকে নেমে চালককে ভাড়া দেওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফারহানাকে দ্রুত উদ্ধার করে সারিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বাংলানিউজকে জানান, এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা চালককে আটক করা যায়নি। তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মে ২৭, ২০২৩
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।