ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাঙ্গু নদীতে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, মে ২৭, ২০২৩
সাঙ্গু নদীতে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

বান্দরবান: বান্দরবানের সাঙ্গু নদীতে গোসলে নেমে মো. হামিদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ মে) সকালে এ ঘটনা ঘটে।

মো.হামিদ বান্দরবান পৌরসভার জালালাবাদ এলাকার মো. ইউসুফের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে পাড়ার কয়েকজন শিশুর সঙ্গে হামিদও নদীর চরে খেলতে যায়। একপর্যায়ে নদীতে গোসলে নেমে তলিয়ে যায় সে, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

হিলভিউ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা.কামরুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই হামিদের মৃত্যু হয়েছিল।

বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মো.নাজমুল হোসেন জানান, স্থানীয়রা সাঙ্গু নদীতে এক শিশু ডুবে যাওয়ার ঘটনা সম্পর্কে আমাদের অবহিত করেছিল, আমরা সংবাদ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছার আগেই ওই শিশুকে স্থানীয় বাসিন্দারা নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মে ২৭, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad