ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মে ২৭, ২০২৩
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও হালুয়াঘাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু এবং এক কিশোর নিহত হয়েছে।  

নিহতরা হলো- ঈশ্বরগঞ্জের অমিত হাসান মারুফ (১৬) ও হালুয়াঘাটের জোনায়েদ আহম্মেদ (৪)।

এর মধ্যে শনিবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঈশ্বরগঞ্জের সীমান্তবর্তী গালাহার নামক এলাকায় ট্রাকচাপায় নিহত হয় অমিত হাসান মারুফ।  

সে ঈশ্বরগঞ্জ উপজেলার মগঢুলা ইউনিয়নের বাঘবেড় গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে এবং স্থানীয় মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।  

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মারুফ মোটরসাইকেল চালিয়ে মাইজবাগ বাজারে যাচ্ছিল। এ সময় কিশোরগঞ্জগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

এর আগে সকালে হালুয়াঘাট উপজেলার কুমুরিয়া গ্রামে বাড়ির পাশের সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইজিবাইকের ধাক্কায় জোনায়েদ আহম্মেদ নামে এক শিশু গুরুতর আহত হয়।  

এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।  

হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এস.আই) সুমন চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জোনায়েদ আহম্মেদ কুমুরিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে ইজিবাইকচালক সুজন মিয়া পালিয়েছে। সে স্থানীয় আতুয়াজঙ্গল গ্রামের হারুন অর রশিদের ছেলে। এ ঘটনায় ইজিবাইকটি জব্দ করা হয়েছে বলেও জানান এসআই সুমন চন্দ্র রায়।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ২৭, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।