ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেনবাগে রোহিঙ্গা যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, মে ২৯, ২০২৩
সেনবাগে রোহিঙ্গা যুবক আটক

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে মো. নুর আলম (৩৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

রোববার (২৮ মে) দিনগত রাত ৯টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমির মুন্সির হাট বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক মো. নুর আলম কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত কালা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, কক্সবাজারের উখিয়া থেকে রোহিঙ্গা যুবক নুর আলম প্রথমে চট্টগ্রামে আসে। পরে সে চট্টগ্রাম থেকে নোয়াখালীর ছমির মুন্সিরহাট বাজারে আসে। সেখানে স্থানীয় লোকজন তাকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে আটক করে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নিজেকে রোহিঙ্গা শরণার্থী বলে স্বীকার করে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

সেনবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক রোহিঙ্গা যুবককে জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, মে ২৯, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।