ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে বিস্ফোরক মামলায় যুবদল নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মে ২৯, ২০২৩
সুবর্ণচরে বিস্ফোরক মামলায় যুবদল নেতা কারাগারে

নোয়াখালী: বিস্ফোরক মামলায় নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ মে) দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে, একই দিন ভোর রাতে উপজেলার চরআমান উল্লাহ ইউনিয়নের চর বজলুল করিম গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার সুমন উপজেলা চর আমান উল্লাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আইয়ুবের ছেলে এবং একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রেবপ্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর রাতে উপজেলার চরআমান উল্লাহ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে একই দিন দুপুরে তাকে নোয়াখালী চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

ওসি আরও জানান, তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা আছে। গোপন তথ্যের ভিত্তিতে ওই মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।