ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় বাসের ধাক্কায় হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, মে ২৯, ২০২৩
উল্লাপাড়ায় বাসের ধাক্কায় হেলপার নিহত

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় বাসের ধাক্কায় কাভার্ডভ্যানের এক হেলপার নিহত হয়েছেন।  

সোমবার (২৯ মে) বিকেলে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া কান্দিপাড়া এলাকার মায়ের দোয়া হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের বয়স আনুমানিক ২০ বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বদরুল কবীর জানান, ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী ন্যাশনাল ট্রাভেলসের বাসটি ঘটনাস্থলে কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যান উল্টে যায় এবং ঘটনাস্থলেই হেলপার মারা যায়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।