ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক অর্পন বড়ুয়ার পিতার পরলোক গমন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, মে ৩০, ২০২৩
সাংবাদিক অর্পন বড়ুয়ার পিতার পরলোক গমন

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল গ্রামের বাসিন্দা ও এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি সাংবাদিক অর্পন বড়ুয়ার পিতা সুখেন্দু বিকাশ বড়ুয়া পরলোক গমন করেছেন।

সোমবার (২৯ মে) বিকেল সড়ে ৩টায় কক্সবাজার  সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।


এর আগে সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভূত হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।  তিনি স্ত্রী, এক পুত্র ৩ কন্যা সন্তান রেখে যান।  

 বর্তমানে প্রয়াতের মরদেহ রামুর হাজারী কুল নিজ বাসভবনে রাখা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) দুপুর ২টায় হাজারীকুল বোধিরত্ন বৌদ্ধ বিহার প্রাঙ্গনে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় শ্মশান প্রাঙ্গণে তাকে সমাহিত করা হবে।  

এদিকে কক্সবাজার সাংবা‌দিক ইউ‌নিয়ন ও কক্সবাজার প্রেস ক্লাবেরর সদস্য সাংবাদিক অর্পন বড়ুয়ার পিতা সুখেন্দু বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।  
সুখেন্দু বড়ুয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টিটিএন পরিবার। টিটিএন চেয়ারম্যান জাহেদ সরওয়ার সোহেল, সিইও তৌফিক লিপু, বার্তা সম্পাদক সৌরভ দেব, প্রধান প্রতিবেদক আজিম নিহাদ সহ কর্মরত সাংবাদিকবৃন্দ সুখেন্দ বিকাশ বড়ুয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।  

 বাংলাদেশ সময়: ১০৫১ ঘন্টা, মে ৩০, ২০২৩
এসবি/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।