ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে কনস্টেবল নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, মে ৩০, ২০২৩
টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে কনস্টেবল নিহত প্রতীকী ছবি।

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে দায়িত্ব পালনকালে ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুল বাতেন (৩৬) নামে রেলওয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই পুলিশ সদস্য সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বামুরিয়া এলাকার আব্দুল বারেকের ছেলে। তিনি টঙ্গী রেলওয়ের পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।  

টঙ্গী রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে স্টেশনে দায়িত্ব পালন করছিলেন আব্দুল বাতেন। এ সময় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেসটি টঙ্গী রেলস্টেশনে পৌঁছালে পেছন থেকে আব্দুল বাতেনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মে ৩০, ২০২৩
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।