সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসেম আলী মোল্লা (৩০) নামে এক মৎস্য ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ মে) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে বিদ্যুৎ ছিল না। এমন সময় হাসেম আলী তার নিজ বসতঘরে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ৩১, ২০২৩
আরআইএস