ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

প্রেমের সম্পর্ক গড়ে অশ্লীল ভিডিও ধারণ চক্রের ২ নারী সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জুন ১, ২০২৩
প্রেমের সম্পর্ক গড়ে অশ্লীল ভিডিও ধারণ চক্রের ২ নারী সদস্য আটক

মাগুরা: মাগুরায় মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ঘনিষ্ঠ মুহুর্তের ভিডিও ধারণ করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ সম্পদ হাতিয়ে নেওয়া চক্রের আরো দুই নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধাবর (০১ জুন) ভোর রাতে শ্রীপুর উপজেলা সাচিলাপুর গ্রামে এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের দুই নারীকে আটক করা হয়।

আটকরা হরেন- লিজাখাতুন ( ৩২) জোসনা খাতুন (৩০)।  

মাগুরা সদর থানার ওসি কেসেন্দার আলী বলেন, মাগুরা নিজনান্দুয়ালী এলাকায় মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে সহজ সরল মানুষকে জিম্মি করে। এ চক্রটি কৌশলে তাদেরকে কছে ডেকে নিয়ে নগ্ন ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকির দিয়ে তাদের কাছে থেকে অর্থ আদায় করতো।  

এর আগে গত রোববার (২৮ মে) শহরের নিজনান্দুয়ালী এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতাসহ তিনজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে এ দুই নারী সদস্যকে আটক করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে আইগত প্রক্রিয়া চলমান রয়েছে। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জুন ০১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।