ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জুন ১, ২০২৩
রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ফুল মিয়া (৪৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফুল মিয়া সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের নয়ারহাট গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১ জুন) দুপুর পৌনে ১টার দিকে নলডাঙ্গা স্টেশন এলাকায় রেললাইন পার হচ্ছিলেন ফুল মিয়া। এসময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ১, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।