ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ভবনের ছয়তলায় মিলল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জুন ১, ২০২৩
সিলেটে ভবনের ছয়তলায় মিলল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ 

সিলেট: সিলেট নগরীর লালাদিঘির পার এলাকায় পাথর ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে নগরের লালদিঘিরপাড়ে অবস্থিত নিলিমা ভবনের ৬ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইন্দ্র সিংহ স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাড়া বাসায় থাকতেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রাশেদ ফজল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জুন ০১, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।