ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর স্ত্রীর মৃত্যুতে তাজুল ইসলামের শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জুন ২, ২০২৩
সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর স্ত্রীর মৃত্যুতে তাজুল ইসলামের শোক দীনা ও তাজুল। ফাইল ফটো

ঢাকা: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপির স্ত্রী ও নেত্রকোণা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শুক্রবার (২ জুন) মন্ত্রী এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, কামরুন্নেছা আশরাফ দীনার মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক ও নিবেদিতপ্রাণ নারী নেত্রীকে হারাল।

প্রসঙ্গত, কামরুন্নেছা আশরাফ দীনা বৃহস্পতিবার (৩১ মে) আনুমানিক রাত সাড়ে ১০ টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জুন ০২, ২০২৩
এমএমআই/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।