ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, জুন ২, ২০২৩
মাগুরায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা: মাগুরা ঝিনাইদহ মহাসড়কের ইটখোলা বাজারে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে  মো. আব্দুল ওয়াদুদ(২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

শুক্রবার (২ জুন) রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওয়াদুদ কুষ্টিয়া জেলার কৃত্তি নগরের রইস উদ্দিনের ছেলে।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেসন মাস্টার মো সোহাগউজ্জামান জানান, মাগুরা ঝিনাইদমুখী একটি ট্রাকের সঙ্গে একই দিকে থাকা আসা মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি বাম দিকে হেলে পড়লে আরোহী আব্দুল ওয়াদুদ ডান দিকে ট্রাকের নিচে চলে যায়।  

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবাদুল ওয়াদুদকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ওসি সেকেন্দার আলী জানান, ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে সদর থানার একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, জুন ০২, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।