ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লার ডাকাতি মামলার আসামি ঢাকায় আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, জুন ৩, ২০২৩
কুমিল্লার ডাকাতি মামলার আসামি ঢাকায় আটক

ঢাকা: কুমিল্লার দেবিদ্বার থানায় ২০১৮ সালে দায়েরকৃত ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. কবির হোসেনকে (৪১) ঢাকার ডেমরা থেকে আটক করেছে র‌্যাডিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শুক্রবার (২ জুন) বিকেলে গোপণ তথ্যের ভিত্তিতে ডেমরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আটক কবিরের বিরুদ্ধে কুমিল্লার দেবিদ্বার থানায় ২০১৮ সালে একটি ডাকাতি মামলা হয়। এর পর থেকেই সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছে।  

আটক কবিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, জুন ০২, ২০২৩
পিএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।