ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় ১০ কেজি গাঁজাসহ দম্পতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জুন ৩, ২০২৩
ভাঙ্গায় ১০ কেজি গাঁজাসহ দম্পতি আটক

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মো. সবুজ মিয়া (৪০) ও আরজু আক্তার (৩২) নামে এক দম্পতিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (০৩ জুন) দুপুরে তাদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (০২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌকিঘাটা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক দম্পতি হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শদিলাই এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. সবুজ মিয়া ও তার স্ত্রী আরজু আক্তার।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) মোহাম্মদ মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই দম্পতিকে আটক করা হয়। তারা কুমিল্লা থেকে মাদক এনে ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। এ ব্যাপারে উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।