ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রী ডিভোর্স দেওয়ায় যুবকের আত্মহত্যা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জুন ৩, ২০২৩
স্ত্রী ডিভোর্স দেওয়ায় যুবকের আত্মহত্যা!

সিলেট: সিলেটের গোলাপগঞ্জে শাহেদ আহমদ (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ জুন) ভোরে উপজেলার বাঘা ইউনিয়নের নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত যুবক ওই গ্রামের সোয়া মিয়ার ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক।

নিহতের পরিবারের লোকজন ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় দুই মাস আগে শাহেদ আহমদকে ডিভোর্স দেন তার স্ত্রী। এরপর থেকে তিনি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন।

শুক্রবার (২ জুন) পরিবারের সবার অগোচরে রাতের কোনো এক সময় গোয়ালঘরের কাঠের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিলেট গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, স্ত্রী তালাক দেওয়ায় তিনি আত্মহত্যা করতে পারেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুন ৩, ২০২৩
এনইউ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।