ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

এবারের বাজেট স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য: শাজাহান খান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুন ৩, ২০২৩
এবারের বাজেট স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য: শাজাহান খান 

মাদারীপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেন, এবারের বাজেট স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য। এবারে বাংলাদেশের সর্বোচ্চ বাজেট।

বাজেটে জিনিসপত্রের দাম বেড়েছে মনে হলেও মানুষের আয়ও বেড়েছে।

শনিবার (৩ জুন) বেলা ১১টার দিকে মাদারীপুর শহরের শকুনি লেক পাড়ে 'পলাশী থেকে ধানমন্ডি' ঐতিহাসিক স্মৃতিসৌধ নির্মাণকাজ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, 'রাজস্বের আয় না বাড়লে দেশের যে উন্নয়ন তা হবে কীভাবে। তাছাড়া গরুর মাংসের ওপর ভ্যাট হ্রাস করা হয়েছে। এই বাজেটে গরুর মাংসের দাম কমবে।

এসময় মাদারীপুরের সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান হাওলাদারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ৩, ২০২২

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।