ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে নিখোঁজের ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জুন ৫, ২০২৩
খাগড়াছড়িতে নিখোঁজের ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে নিখোঁজের চার দিন পরে মো. ফারুক হোসেন (১৮) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

রোববার (৪ জুন) গভীর রাতে মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের মথুমগ পাড়া এলাকার একটি পাহাড়ি ঝোঁপ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. ফারুক হোসেন মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের হাজীপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। সে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।

নিহতের মামা জানান, গত বুধবার (৩১ মে) বিকেলে দুইজন যাত্রী নিয়ে মাটিরাঙ্গা আসার পর সে আর বাড়ি ফেরে নি। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। এ হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাচ্ছি।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দুর্গম পাহাড়ী এলাকার জঙ্গল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জুন ০৫, ২০২৩
এডি/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।