ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে চা বাগানে মিললো তাজা গ্রেনেড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জুন ৫, ২০২৩
সিলেটে চা বাগানে মিললো তাজা গ্রেনেড

সিলেট: সিলেটের মালনীছড়া চা বাগানের সড়কের পাশে তাজা গ্রেনেড পাওয়া গেছে।

রোববার (৪ জুন) রাতে গ্রেনেডটির সন্ধান পায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন সিপন।

তিনি বলেন, গ্রেনেডটি বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মোতায়েন করে ওই এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, গ্রেনেডটি ধ্বংসের জন্য সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে চিঠি দেওয়া হয়েছে। আজ (৫ জুন) এটি ধ্বংস করা হতে পারে।

এদিকে, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জুন ০৫, ২০২৩
এনইউ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।