ঢাকা: মানবপাচার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩।
গ্রেপ্তার আসামিরা হলেন- মো. জমির মোল্যা (৪০) ও তার স্ত্রী তাসলিমা বেগম (৩৮)।
সোমবার (৫ জুন) দুপুরে র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, রোববার (৪ জুন) রাতে ঢাকার সাভার থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শরীয়তপুরে ২০১৭ সালে একটি মানবপাচার মামলা হয়। ওই মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০২২ সালে তাদের বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর থেকে ওই দম্পতি রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিল।
গ্রেপ্তার জমির মোল্যা ও তাসলিমা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওই র্যাব কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুন ০৫, ২০২৩
এসজেএ/জেএইচ