ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জনপ্রতিনিধিদের আন্দোলনের ২৪ ঘণ্টার মধ্যেই বেলকুচি থানার ওসি বদল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জুন ৫, ২০২৩
জনপ্রতিনিধিদের আন্দোলনের ২৪
ঘণ্টার মধ্যেই বেলকুচি থানার ওসি বদল

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেনকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে বদলি করা হয়েছে।  

সোমবার (৫ জুন) সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল বদলির বিষয়টি নিশ্চিত করে জানান, বেলকুচির ওসিকে বদলি করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

এ বদলি রুটিন ওয়ার্ক বলে উল্লেখ করেন তিনি।  

এর আগে রোববার (৪ জুন) দুপুরে ওসি আসলাম হোসেনকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে বেলকুচি উপজেলা জনপ্রতিনিধি ফোরাম। এতে উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, পৌরসভার মেয়র-কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা অংশ নেন।  

মানববন্ধন থেকে ওসিকে বদলির জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।  


ওসির বিরুদ্ধে তাদের অভিযোগগুলোর মধ্যে রয়েছে, স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের মদদপুষ্ট এবং তিনি এজন্য পক্ষপাতমূলক আচরণ করেন।  

এ বিষয়ে বেলকুচি উপজেলা জনপ্রতিনিধি ফোরামের সভাপতি ও বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওসির বদলি আমাদের আন্দোলনের ফসল। এজন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি।  

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জুন ৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।