ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুলার আগুনে মুহূর্তেই নিঃস্ব ৪ পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জুন ৬, ২০২৩
চুলার আগুনে মুহূর্তেই নিঃস্ব ৪ পরিবার

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে চুলার আগুনে পুড়ে মুহূর্তেই নিঃস্ব হয়ে গেল ৪টি পরিবার।  

মঙ্গলবার (৬ জুন) সকালে উপজেলার কাকিনা ইউনিয়নের কবিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্তরা হলেন- ওই গ্রামের মফিজুল ইসলাম, শরিফুল ইসলাম, রবিউল ইসলাম ও হামিদুল হক। ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি ক্ষতিগ্রস্তদের।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৬ জুন) সকালে মফিজুলের বাড়িতে রান্না হচ্ছিল। এ সময় হঠাৎ আগুন লেগে মুহূর্তেই বিদ্যুতের লাইনের মাধ্যমে আগুন পার্শ্ববর্তী ৩ বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এরই মধ্যে চারটি বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। কিছুই রক্ষা করতে পারেনি তারা।

চার পরিবারের চাষাবাদের উৎপাদিত ধান, চাল, তামাক, ভুট্টা, বাদাম, নগদ অর্থ ও কাগজপত্রসহ সবকিছু পুড়ে গেছে, এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মান্নান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুন ৬, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।