ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাসিরনগরে লঙ্গন নদীতে নৌকা ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জুন ৭, ২০২৩
নাসিরনগরে লঙ্গন নদীতে নৌকা ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লঙ্গন নদীতে ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকা ডুবে জুমেল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (৭ জুন) বিকেলের দিকে উপজেলা সদর এলাকায় এ দুর্ঘটনা ঘাটে।

জুমেল ওই উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রহুল আমিনের ছেলে।  

জানা গেছে, দুই শিশু সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি গোয়ালনগর থেকে নৌকাযোগে বাবার বাড়ি সন্তোষপুর যাচ্ছিলেন এ গৃহবধূ। পথে নাসিরনগর নৌকা ঘাটে যাত্রী উঠানোর সময় অপর একটি নৌকার সঙ্গে ধাক্কায় নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পৌঁছে দুই শিশুকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুমেলকে মৃত ঘোষণা করেন। তারই অপর ভাই শিশু এমদাদুলকে আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জুন ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।