ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রামপালে দুই অনলাইন জুয়াড়ি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জুন ৮, ২০২৩
রামপালে দুই অনলাইন জুয়াড়ি কারাগারে

বাগেরহাট: বাগেরহাটের রামপালে অনলাইনে জুয়া খেলা ও বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া অবৈধ লেনদেনের অভিযোগে দুই জুয়াড়িকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  

বুধবার (০৭ জুন) সন্ধ্যায় রামপাল উপজেলার চাকশ্রী ও কুমলাই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠানো হয়।  

আটক দুজন  হলেন, রামপাল উপজেলার ব্রিচাকশ্রী এলাকার মৃত সৈয়দ মুনতাজ আলীর ছেলে সৈয়দ সোহাগ হোসেন (২৯) এবং কুমলাই এলাকার শেখ আলী আকবরের ছেলে শেখ রিপন উদ্দিন (৩০)। তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।

তাদের নামে রামপাল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ৩০(২)/৩৫ ধারায় মামলা করা হয়েছে। পরে বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

বৃহস্পতিবার (০৮ জুন) দুপুরে সিআইডির বাগেরহাট কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু।

তিনি বলেন, সৈয়দ সোহাগ হোসেন ও শেখ রিপন উদ্দিন অনলাইনে 1xBET/1xBET Partners এর মাধ্যমে বিপুল অঙ্কের লেনদেন করে আসছিলেন। অনলাইন জুয়ার মাধ্যমে তারা এলাকার সাধারণ মানুষ, তরুণ ও শিক্ষার্থীদের বিপথে নিচ্ছিলেন। তাদের মোবাইল ফোন ও কম্পিউটারে বিপুল অঙ্কের অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

অনলাইনে লেনদেনের টাকা দেশের বাইরে পাচার হওয়ার শঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নে সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু বলেন, তারা কত টাকা লেনদেন করেছেন এবং এ টাকা আসলে কোথায় গেছে, তা জানার জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। বিশেষজ্ঞের প্রতিবেদন পেলে তাদের আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য ও টাকা কোন খাতে ব্যবহৃত হয়েছে বা এ টাকা পাচার হয়েছে কি না, তা জানা যাবে।

 

বাংলাদেশ  সময়: ১৯৪৭ ঘণ্টা, জুন ০৮, ২০২৩

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।