ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুলবল টুর্নামেন্ট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুন ৮, ২০২৩
ভোলায় অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুলবল টুর্নামেন্ট শুরু

ভোলা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ (বালক) শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জুন) বিকেলে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ভার্চুয়ালি উদ্ধোধন করেন, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।

সেখানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম।

ভোলা উপজেলা প্রশাসনের আয়োজনে করা এ টুর্নামেন্টে সদরের ১৩টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী দিনে ভেলুমিয়া একাদশকে ৪-০ গোলে পরাজিত করে বাপ্তা ইউনায়ন জয়লাভ করে। আগামি ১৪ জুলাই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ০৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।