ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবি, জীবিত উদ্ধার ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, জুন ৯, ২০২৩
মেঘনায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবি, জীবিত উদ্ধার ৮ প্রতীকী ছবি।

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি মোহছেন আউলিয়া নামে একটি পণ্যবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে তবে ট্রলারে থাকা জনকে জীবিত উদ্ধার করা হয়েছে

বৃহস্পতিবার ( জুন) সকাল ৯টার দিকে উপজেলার কর্ণফুলী চ্যানেলের নম্বর বয়ার এলাকায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে

ট্রলারের মাঝি মোহাম্মদ জিহাদ উদ্দিন জানান, ভোর ৪টার দিকে চট্টগ্রামের চাকতাই ফিশারিঘাট থেকে পণ্যবোঝাই করে হাতিয়ার উদ্দেশ্যে ট্রলারটি যাত্রা করে সকাল ৯টার দিকে কর্ণফুলী চ্যানেলের নম্বর বয়ার এলাকায় পৌঁছলে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায় তাৎক্ষণিক পাশে থাকা এমভি মায়মুনা নামে একটি জাহাজ এসে আমাদের মাঝি মাল্লাকে জীবিত উদ্ধার করে 

ওসি আরও জানান, জিডিতে ট্রলার মাঝি জিহাদ উল্লেখ করেন, ট্রলারে প্রায় এক কোটি টাকার মালামাল ছিল বিষয়টি নৌ-পুলিশ খতিয়ে দেখছে

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, জুন ০৯, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।