ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ডিএনসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল, সম্পাদক শামীম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জুন ৯, ২০২৩
ডিএনসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল, সম্পাদক শামীম

ফরিদপুর: বাংলাদেশ নারকটিক্স কন্ট্রোল সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডিএনসি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৯ জুন) ঢাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডিএনসির চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সংস্থাটির ফরিদপুর কার্যালয়ের উপ-পরিচালক শামীম হোসেন।

এ সময় ডিএনসির অতিরিক্ত পরিচালক আহসানুর রহমান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন।  

সাংগঠনিক সম্পাদক পদে সংস্থার টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক বিপ্লব কুমার মোদক, আইন সম্পাদক পদে সহকারী পরিচালক ইফতেখার উমায়ের এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল মোস্তফা মুকুল জয়ী হন।

এছাড়া অন্য কর্মকর্তাদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি পদে দুলাল কৃষ্ণ সাহা, সহ-সভাপতি পদে শামীম আহমেদ, মো. রাশেদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে উর্মি দে এবং মো. আলী হায়দার রাসেল, কোষাধ্যক্ষ পদে আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক পদে রাহুল সেন, প্রচার সম্পাদক পদে কাসফিয়া আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো. মেহেদী হাসান, গবেষণা ও প্রকাশনা পদে মুহাম্মদ খালেদুল করিম, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আবু জাফর, মহিলা বিষয়ক পদে শিরিন আক্তার, উচ্চ শিক্ষা ও আন্তর্জাতিক সম্পাদক পদে সুব্রত সরকার শুভ, আপ্যায়ন সম্পাদক পদে আব্দুল আলিম নির্বাচিত হয়েছেন।

শিগগিরই নির্বাচিত কমিটি আনুষ্ঠানিক অভিষেকের মাধ্যমে দায়িত্ব নেবেন বলে ডিএনসি সূত্রে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, জুন ০৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।