ঢাকা, মঙ্গলবার, ০ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

জামায়াত সমাবেশের অনুমতি পাবে কি না সিদ্ধান্ত রাতে: ডিএমপি কমিশনার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, জুন ১০, ২০২৩
জামায়াত সমাবেশের অনুমতি পাবে কি না সিদ্ধান্ত রাতে: ডিএমপি কমিশনার 

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশের অনুমতি পাবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত রাতে জানানো হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরবরে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের নির্মিত সন্ত্রাসবাদ ও উগ্রবাদ বিরোধী জনসচেতনতা মূলক পথনাটক ‘মুখোশ’ প্রদর্শনী দেখা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

খন্দকার গোলাম ফারুক বলেন, আপনারা জানেন জামায়াতের অতীত ইতিহাস রয়েছে। তারা পুলিশের ওপর নানা নির্যাতন করেছে। বিভিন্ন বোমা হামলার ঘটনায় তাদের নাম এসেছে। দীর্ঘদিন তারা প্রকাশ্যে আসেনি। এখন তারা প্রকাশ্যে সভা-সমাবেশ করতে চায়।  

তিনি বলেন, জামায়াত সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছে। তারা আগামী শনিবার (১০ জুন) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চায়।  

আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে তথ্য চেয়েছি- জামায়াত শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে কি না? আমরা তথ্য পেয়েছি। তাই শুক্রবার রাতে আমার সহকর্মীদের নিয়ে বসবো। যদি তাদের সমাবেশের অনুমতি দেই তাহলে সেটা কীভাবে দিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটুকু ঠিক থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আজ রাতেই সিদ্ধান্ত জানানো হবে। অথবা আগামী শনিবার সকালে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, জুন ১০, ২০২৩
এসজেএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।