ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, জুন ১০, ২০২৩
মোহাম্মদপুরে কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার ৩

ঢাকা: রাজধানীতে ৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) -রমনা বিভাগ।

শুক্রবার (০৯ জুন) গোয়েন্দা পুলিশ রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, মো. হোসেন, মো. আবু কালাম ও মো. আজাদ।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলে এলাহী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থানার লাউতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলে এলাহী।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, জুন ১০, ২০২৩
এমএমআই/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।