ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে রাজশাহী বিভাগীয় ইনোভেশন শোকেসিং ২০২৩ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জুন ১০, ২০২৩
জয়পুরহাটে রাজশাহী বিভাগীয় ইনোভেশন শোকেসিং ২০২৩ অনুষ্ঠিত

জয়পুরহাট: জয়পুরহাটে রাজশাহী বিভাগীয় ইনোভেশন শোকেসিং ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জুন) সকাল ১০টায় জয়পুরহাট শহরের স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় জেলা শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় পরিচালক শেখ মোহাম্মদ রায়হান উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী।  

ইনোভেশন সোকেচিং অনুষ্ঠানে নয়টি দল যথাক্রমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ জয়পুরহাট জেলা ও আক্কেলপুর উপজেলা শিক্ষা অফিস অংশগ্রহণ করে।  

এখানে আক্কেলপুর উপজেলা শিক্ষা অফিস প্রথম স্থান, রাজশাহী জেলা দল ২য় স্থান এবং বগুড়া জেলা দল ৩য় স্থান অধিকার করে।

শেষে উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুন ১০, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।