ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফতুল্লায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, জুন ১০, ২০২৩
ফতুল্লায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ফল ব্যবসায়ী আবু তাহেরকে পিটিয়ে হত্যার ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের স্ত্রী আমেনা বেগম।

শনিবার (১০ জুন) দুপুরে ফতুল্লা মডেল থানায় এ মামলা দায়ের করা হয়।

এরমধ্যে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে দুজন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন—ইয়ার হোসেন (৪৫), তার স্ত্রী তাসলিম বেগম (৪০), লামিয়া (২২), মঞ্জিল (২২) ও মোজাম্মেল (৫৫)। তাদের মধ্যে তাসলিমা বেগম ও লামিয়া আদালতে জবানবন্দি দিয়েছেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন জানান, শুক্রবার রাতে ফতুল্লার ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকায় শিশুদের নিয়ে দুই পক্ষের সঙ্গে ঝগড়া হয়। সেই ঝগড়া থামানোর চেষ্টা করায় এক পক্ষ আবু তাহেরকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুন ১০, ২০২৩
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।