ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জ-বানিয়াচং মহাসড়কের সংস্কার কাজ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জুন ১১, ২০২৩
হবিগঞ্জ-বানিয়াচং মহাসড়কের সংস্কার কাজ শুরু

হবিগঞ্জ: ২২ কোটি ৬৭ লাখ ৪২ হাজার টাকায় হবিগঞ্জ-বানিয়াচং মহাসড়কের সংস্কার ও গাইডওয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে। আগামী ছয় আগামী মাসের মধ্যে এ কাজ শেষ হওয়ার কথা।

 

সড়ক ও জনপথ বিভাগ সড়ক সংস্কার কাজের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান জামান-মোস্তফা কামালকে কাজের জন্য নিযুক্ত করে।

ইতোমধ্যে, সড়কের কালারডুবা ব্রিজের মুখ থেকে কাজ শুরু করে বানিয়াচংয়ের দিকে এগোচ্ছেন শ্রমিকরা।  
এ সময় কয়েকজন যাত্রী জানান, সড়ক সংস্কার শেষ হলে বানিয়াচং-আজমিরীগঞ্জসহ আশপাশের এলাকাবাসীর দুর্ভোগ দূর হবে।

নিয়মিত যাতায়াতকারী যাত্রী মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের প্রভাষক ইমতিয়াজ আহমেদ লিলু বলেন, দীর্ঘদিন পর হলেও ব্যস্ততম এই সড়কটির সংস্কার শুরু হয়েছে। ফলে দুর্ভোগ দূর হবে। তবে সংস্কার কাজের গুণগত মান ধরে রাখার দাবি জানিয়ে তিনি সংসদ এমপি মজিদ খানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সিএনজি অটোরিকশা চালক আবু তালেব জানান, সড়কটি সঠিকভাবে সংস্কার হলে দুর্ঘটনা অনেক কমে যাবে।

হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, সড়ক সংস্কার কাজে কোনো ধরণের গাফিলতি করা হবে না। শিডিউল অনুযায়ী যা আছে তা করা হবে। কাজ শুরুর পর থেকেই পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।