ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উন্নত বাংলাদেশ গড়তে প্রান্তিক বিনিয়োগ বাড়াতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জুন ১১, ২০২৩
উন্নত বাংলাদেশ গড়তে প্রান্তিক বিনিয়োগ বাড়াতে হবে

ঢাকা: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেছেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে প্রান্তিক বিনিয়োগ বাড়াতে হবে। এক্ষেত্রে জেলা-উপজেলা পর্যায়ে প্রান্তিক বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১১ জুন) বিনিয়োগ ভবনে বিডার আয়োজনে ও ইউএনডিপির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত দেশের সব জেলার অতিরিক্ত জেলা প্রশাসকদের সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

কর্মশালায় সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি ভ্যান গুয়েন।  

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী আমাদের সামনে উন্নত স্মার্ট বাংলাদেশ ভিশন তুলে ধরেছেন। আর উন্নত বাংলাদেশ গড়তে হলে জেলা-উপজেলা পর্যায়ে প্রান্তিক বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই। জেলা পর্যায়ে এসএমইসহ ছোট ছোট বিনিয়োগ জাতীয় অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।  

এ সময় তিনি বলেন, আমাদের দেশের আয়তন ছোট হলেও কৃষি উৎপাদন আমাদের অনেক বেশি, তাই আমাদের কৃষি বেইজ ইন্ডাস্ট্রি গড়ে তুলতে বিনিয়োগকারীদের উৎসাহ দিতে হবে।

লোকমান হোসেন বলেন, বিভিন্ন জেলায় বিভিন্ন শিল্প, পর্যটন, স্থানীয় কৃষি পণ্যের বিশাল ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। এক্ষেত্রে নারী-পুরুষ উভয়কেই এগিয়ে আসতে হবে।  

এ সময় তিনি বিনিয়োগ উন্নয়নের জন্য করণীয় সম্পর্কে আলোচনা করে অতিরিক্ত জেলা প্রশাসকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা যারা জেলাতে চাকরি করেন, স্থানীয় বিনিয়োগের বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।  

বাংলাদেশের নারীর ক্ষমতায়ান ও কর্মক্ষেত্রে নারীর উন্নয়নের প্রশংসা করে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি ভ্যান গুয়েন বলেন, ইতোমধ্যে বাংলাদেশ এলডিসি থেকে বের হওয়ার সুপারিশ পেয়েছে। বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশ এশিয়ার অন্যতম বিনিয়োগের দেশে পরিণত হবে, যা বাংলাদেশের জীবনযাত্রার মান উন্নয়নসহ মধ্য আয়ের দেশে পরিণত করবে।  

কর্মশালায় সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন বলেন, দেশব্যাপী বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে আমরা দেশের প্রতি জেলা প্রশাসকের অফিসে একটি বিনিয়োগ ফ্রন্ট ডেস্ক ইতোমধ্যে প্রতিষ্ঠা করেছি, যাতে বিনিয়োগকারীরা খুব সহজেই জেলা প্রশাসকের অফিস থেকে বিনিয়োগ সেবা নিতে পারেন। এছাড়া প্রতি বিভাগে বিনিয়োগকারীদের বিনিয়োগ সেবা দেওয়ার জন্য বিভাগীয় বিডা অফিস রয়েছে।

কর্মশলায় বিডার মহাপরিচালক মো. মুজিব-উল-ফেরদৌস, বিডার পরিচালক আরিফুল হক বিডার সার্বিক কার্যক্রম, লোকাল ফরেন ও ফরেন কমার্শিয়াল ইনভেস্টমেন্ট, ওএসএস প্ল্যাটফর্ম, বিডার মনিটরিং, ইনভেস্টমেন্ট আফটার কেয়ার প্রভৃতি বিষয়ের ওপরে অডিও ভিজ্যুয়াল প্রেজেন্টশনসহ বিস্তারিত আলোচনা করেন।  

বিডার উপ-পরিচালক মো. জোবায়ের রহমান রাশেদের উপস্থাপনায় কর্মশালায় বেজা, বেপজা, হাইটেক পার্কসহ অন্যান্য বিনিয়োগ উন্নয়ন সংস্থাসমূহের কর্মকর্তারা স্ব স্ব সংস্থার বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম অতিরিক্ত জেলা প্রশাসকদের অবহিত করেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।