গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।
রোববার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান চৌধুরী বলেন, উপজেলার নগরহাওলা এলাকায় একটি ঝুট গুদামে আগুন লাগে। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় তারা। আগুনের টিনশেডের তৈরি গুদাম ও ঝুট মালামাল পুড়ে গেছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুন ১২, ২০২৩
আরএস/জেডএ