ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুন ১২, ২০২৩
নারায়ণগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. জিয়ারুল ও জনি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার একটি মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১২ জুন) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ের সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. জিয়ারুল (৩৮) ও জনি (২২)।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ মার্চ রূপগঞ্জ থানার কাঞ্চন রোডস্থ মুন্সি ফিলিং স্টেশনের ভেতর মুন্সি স্টোরের সামনে ফাঁকা জায়গা থেকে হেরোইনসহ দুইজনকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।