ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বন্ধুর সঙ্গে দেখা করতে বের হয়ে ধর্ষণের শিকার কিশোরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুন ১২, ২০২৩
বন্ধুর সঙ্গে দেখা করতে বের হয়ে ধর্ষণের শিকার কিশোরী প্রতীকী ছবি।

ফেনী: ফেনী শহরের রামপুর এলাকায় বন্ধুর সঙ্গে দেখা করতে বের হয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফেনী মডেল থানায় মামলা হয়েছে।

 

পুলিশ ও পরিবার সূত্র জানায়, শুক্রবার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে বন্ধুর সঙ্গে দেখা করতে ওই কিশোরী রামপুর এলাকার বকতিয়ার ভূঁইয়া বাড়ি সড়কের বাসা থেকে বের হয়।  

পশ্চিম উকিলপাড়া ভাইটাল রিচার্স-১ ইউনিটের সামনে থেকে তাকে প্রলোভনে ফেলে মিশু নামের এক যুবক অটোরিকশায় তুলে নেয়। সেখান থেকে রামপুর মসজিদ সংলগ্ন জাহানারা ম্যানশনের তিনতলার একটি বাসায় নিয়ে যায়। এ ঘটনায় মিশু ও বাসার বাসিন্দা আয়েশা আক্তারকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে আদালত সূত্র জানায়, রোববার (১১ জুন) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা মুনার আদালতে ২২ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। ফেনীর একটি হাসপাতালে ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দোস মোহাম্মদ জানান, মামলা দায়েরের পর পুলিশ আয়েশাকে গ্রেপ্তার করেছে। প্রধান আসামি মিশুর পরিচয় শনাক্ত ও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।