ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ উদ্ভিদ রোগতত্ত্ব সমিতির সভাপতি মান্নান, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুন ১২, ২০২৩
বাংলাদেশ উদ্ভিদ রোগতত্ত্ব সমিতির সভাপতি মান্নান, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন

ঢাকা: বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ উদ্ভিদ রোগতত্ত্ব সমিতির দশম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জুন) অনুষ্ঠিত সম্মেলনে সর্বসম্মতভাবে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান আকন্দ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্ল্যান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী।

সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ উদ্ভিদ রোগতত্ত্ব সমিতি (বিপিএস) ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির শেখ রাসেল টিএসসি অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের প্রায় ৩৫০ জন উদ্ভিদ রোগতত্ত্ববিদ উপস্থিত ছিলেন।

২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ড. মো. মতিয়ার রহমান, সহ-সভাপতি প্রফেসর ড. মো. আতিকুর রহমান, কোষাধ্যক্ষ ড. মো. সেলিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. ইকবাল ফারুক ও প্রফেসর ড. শাহজাহান মঞ্জিল, প্রচার সম্পাদক ড. মো. সিদ্দিকুর রহমান।

কার্যনির্বাহী সদস্য ড. তাহমিদ আনসারী, ড. মোজাহিদী রহমান, প্রফেসর ড. মো. জিহাদ পারভেজ, প্রফেসর ড. মোতাহার হোসেন, প্রফেসর ড. আমিনুজ্জামান, প্রফেসর ড. মাহমুদুল হাসান, প্রফেসর ড. মো. মহিদুল ইসলাম, প্রফেসর মো. রেজাউল ইসলাম, প্রফেসর ড. আব্দুল মুকিত, প্রফেসর ড. ইসমাইল হোসেন ও প্রফেসর ড. সাখাওয়াত হোসেন।

এছাড়া হাউজ সম্মানিত সদস্য হিসেবে প্রফেসর ড. ইসমাইল হোসেন মিয়া ও প্রফেসর ড. আমিন উদ্দিন মৃধাকে নির্বাচিত করা হয়েছে। আগামী দুইবছর নতুন কমিটি দায়িত্ব পালন করবে।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান আকন্দ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিএস-র সভাপতি অধ্যাপক ড. প্রফেসর মো. ইসমাইল হোসেন। প্রফেসর প্ল্যান্ট প্যাথলজি বিভাগের চেয়ারম্যান আবু নোমান ফারুক আহমেদ এবং সহযোগী অধ্যাপক সুক্তি রানী চৌধুরী অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।