ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে যুবকের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
সিলেটে যুবকের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

সিলেট: সিলেটের বালাগঞ্জ উপজেলায় প্রতিবেশী যুবকের ছুরিকাঘাতে আতিকুর রহমান (২৫) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে।

সোমবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত আতিকুর বালাগঞ্জ উপজেলার দেওয়াবজার ইউনিয়নের বনগাঁও গ্রামের এখলাছুর রহমানের ছেলে। তিনি সিলেটের নর্থইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয়বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও নিহতের ভাই এবাদুর রহমান বলেন, আতিকুর রহমান সিলেটে শহরে থাকেন। সোমবার বিকেলে তিনি বাড়িতে আসেন। তার আরেক ছোটভাই মতিউর রহমানকে গ্রামের নজরুল ইসলাম নামের এক যুবক তাদের বাড়ির রাস্তা দিয়ে যেতে নিষেধ করেছিলেন। এ নিয়ে আতিকুর রহমানের সঙ্গে তার তর্কের জের ধরে কয়েকজন যুবককে নিয়ে নজরুল ইসলাম তাকে ছুরিকাঘাত করে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় আতিকুরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেটের বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, রাস্তায় চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী যুবকের ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর পরই দুজনকে আটক করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এনইউ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।