ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হুইল চেয়ারে বসা ভাইকে পিটিয়ে হত্যা, ভিডিও ভাইরাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
হুইল চেয়ারে বসা ভাইকে পিটিয়ে হত্যা, ভিডিও ভাইরাল ছবি: ফেসবুক থেকে নেওয়া

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার টামটায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আমির হোসেন (৬৫) নামে হুইল চেয়ারে বসে থাকা ভাইকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা করেছেন এক পল্লি চিকিৎসক।  

মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় মূল অভিযুক্ত পল্লি চিকিৎসক নাছিরসহ (৫৫) আরও চারজনকে আটক করেছে পুলিশ। আটক অন্যরা হলেন-ওই গ্রামের শামীম, শাহাদাত, সিয়াম ও সিহাব। তবে তারা ঘটনার সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর ভূঞা।

তিনি বলেন, সর্ম্পকে তারা মামাতো-ফুফাতো ভাই। আমির হোসেনের সঙ্গে নাছিরের জমি সংক্রান্ত বিরোধ ছিল।  

এদিকে ঘটনার পরই ৪৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বাড়ির সামনে হুইল চেয়ারে বসেছিলেন আমির হোসেন। এ সময় নাছির হঠাৎ কোদাল নিয়ে এসে তার ঘাড়ে জোরে আঘাত করেন। এসময় আমির হুইল চেয়ার থেকে মাটিতে পড়ে যান। এরপর আরও জোরে জোরে কোদাল দিয়ে আঘাত করতে থাকেন। পরে আমির নিস্তেজ হয়ে পড়লে সেখান থেকে নিজের বাড়িতে চলে যান নাছির। স্থানীয়রা এসে আমির হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুন ১৩, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।