ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চালককে হাতুড়িপেটা করে ইজিবাইক ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
চালককে হাতুড়িপেটা করে ইজিবাইক ছিনতাই

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে অটো ছিনতাই করার সময় আল আমিন ফরাজী (৩৫) নামে এক ছিনতাইকারীকে আটকের পর পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১২ জুন) রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক আল আমিন ফরাজী বরিশাল কাউনিয়া থানার রাঢ়ীমহল এলাকার মানিক ফরাজীর ছেলে।

ওসি আতাউর রহমান জানান, মঙ্গলবার রাতে বরিশাল থেকে অটোচালক মিঠুন হাওলাদার এক যত্রী নিয়ে নলছিটি উপজেলার কাঠেরঘর এলাকায় যান। সেখানে কোনো লোকজন না থাকায় তাকে একা পেয়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে আল আমিন ফরাজী অটো নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা ধাওয়া করে ছিনতাইকারীকে আটক করে পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে অটোসহ ছিনতাইকারীকে আটক করে থানায় নেয়। আর আহত অবস্থায় মিঠুনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় অটোচালক মিঠুন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ছিনতাইকারীকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।